লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ’র সমর্থকদের বিক্ষোভ মিছিলে বন্দুকধারীর হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ।
আজ বৃহস্পতিবার আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের রেডক্রস জানায়, গুলিতে কমপক্ষে ৬ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় ও সংশ্লিষ্টতা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বন্দুকধারীদের খোঁজে সেনা পাঠানো হয়েছে। বেসামরিক লোকজনকে ঘটনার আশপাশের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এক যৌথ বিবৃতিতে, হিজবুল্লাহ ও তার সহযোগী আমাল, হামলার জন্য খ্রিস্টান লেবানিস ফোর্স পার্টিকে দায়ী করেছে।
গত বছর বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে এক বিচারককে অপসারণের দাবিতে হিজবুল্লাহর ডাকে বৃহস্পতিবার এই বিক্ষোভ হয়। হিজবুল্লাহর সমথর্করা কালো পোশাক পরে বৈরুত জাস্টিস প্যালেসের সামনে জড়ো হন। বৈরুত বিস্ফোরণের তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের আহ্বান জানিয়ে তাকে ‘পক্ষপাতদুষ্ট ও আমেরিকান দাস’ হিসেবে অভিযুক্ত করেন বিক্ষুব্ধরা।
বৈরুতের রাজপথে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় অজ্ঞাত বন্দুকধারীরা। বিক্ষোভের সময় কারা গুলি চালিয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।