রুকনুজ্জামান অঞ্জন ও মাহমুদ আজহার রাজধানীর ভাটারায় শহীদ হারিস সড়কের বাসিন্দা রুনা আক্তার। কর্মজীবী এই নারী গতকাল বিকালে এলাকার একটি স্টেশনারি দোকানে যান বাজারসদাই করতে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘সবকিছুর দামই বেশি। কয়েকদিনের ব্যবধানে সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ৩০ টাকা। মসুর ডালের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। মাছ-মাংসসহ সব তরকারির দাম বেড়েছে। আমার স্বামী নেই। এখন পরিবারের তিন সদস্যের সংসার চালানো কষ্টসাধ্য। এ কথা কাকে বলব, কে শুনবে। আমরা অসহায়।’