এম সায়েম টিপু
একসময় ছিল ‘যুবক’ ঢেউ, পরে এলো ‘ডেসটিনি’ হাওয়া। সরল বিনিয়োগকারীরা প্রতিষ্ঠান দুটির জালে আটকা পড়ে এখনো খাবি খাচ্ছে। কষ্টের সঞ্চয় যুবক-ডেসটিনির মতো প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়ে এখনো অনেক গ্রাহক ফেরত পাননি সেই বিনিয়োগের টাকা। এখন নতুন করে ই-কমার্সের খোলসে সাধারণ মানুষকে ঘায়েলে নেমেছে অনেকগুলো প্রতিষ্ঠান। কয়েক মাস ধরেই দেশে আলোচনার কেন্দ্রে ডিজিটাল ই-কমার্সের প্রতারণা।
অবিশ্বাস্য কম দামে পণ্য দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এমন অনেক প্রতিষ্ঠান। এর বড় একটি অংশই বিদেশে পাচার হয়ে গেছে। আর প্রতারণার শিকার হয়ে পথে পথে ঘুরছেন নিঃস্ব গ্রাহক-বিনিয়োগকারীরা।বিস্তারিত