অনলাইন লেনদেন ১৫ গেটওয়ের ১০টিই অনুমোদনহীন ডিজিটাল লেনদেন কমার আশঙ্কায় অনুমোদনহীন পিএসও বন্ধে ধীরে চলো নীতি নেওয়া হয়েছে।

অনলাইন লেনদেন ১৫ গেটওয়ের ১০টিই অনুমোদনহীন ডিজিটাল লেনদেন কমার আশঙ্কায় অনুমোদনহীন পিএসও বন্ধে ধীরে চলো নীতি নেওয়া হয়েছে।

সানাউল্লাহ সাকিব

গ্রাহক ও মার্চেন্টদের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১০ সালের দিকে বাংলাদেশে কয়েকটি পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) কার্যক্রম শুরু করে। এর প্রয়োজনীয়তা বুঝে ২০১৪ সালে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন’ হালনাগাদ করে কেন্দ্রীয় ব্যাংক। এর আওতায় ২০১৬ সালে প্রথমবারের মতো এসএসএল কমার্জকে পিএসও লাইসেন্স বা অনুমোদন দেওয়া হয়। এরপর অনুমোদন পায় আরও চারটি পিএসও।

তবে অনুমোদনের বাইরে সেবা দিচ্ছে আরও কমপক্ষে ১০টি পিএসও। অর্থাৎ ১৫ প্রতিষ্ঠানের মধ্যে ১০টিই বা দুই-তৃতীয়াংশেরই অনুমতি নেই। এ রকম একটি হলো ফস্টার পেমেন্ট গেটওয়ে, যেখানে আটকে গেছে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমসহ কয়েকটি প্রতিষ্ঠানের টাকা।বিস্তারিত

অর্থ বাণিজ্য