খলিলুর রহমান
আইস বা ক্রিস্টাল মেথ এখন রাজধানী ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়েছে। সর্বগ্রাসী এ মরণ নেশার কারণে দেশের তরুণ ও যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছে। তবে শুধু তরুণরা নয়, এখন কিশোর, এমনকি কিশোরীরাও আইস সেবনে আসক্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিনা পুঁজিতে মিয়ানমার থেকে সড়ক ও নৌপথে বিপুল পরিমাণ আইস দেশে ঢুকছে। আর এসব আইস উচ্চবিত্ত পরিবারের সন্তানরা রাজধানীর অভিজাত এলাকায় নিজেরা সেবনের পাশাপাশি কারবারের সিন্ডিকেট গড়ে তুলেছে। আইসের বিষাক্ত ছোবলের কারণে অভিভাবকরাও আতঙ্কিত ও উৎকণ্ঠিত।
বিশেষজ্ঞরা জানান, ভয়াল মাদকাসক্তি তারুণ্য, মেধা, বিবেক, লেখাপড়া, মনুষ্যত্ব- সবকিছু ধ্বংস করে দিচ্ছে। বিনষ্ট করে দিচ্ছে স্নেহ-মায়া, ভালোবাসা, পারিবারিক বন্ধনও। শুধু তাই নয়, আইস বা ক্রিস্টাল মেথে ইয়াবার মূল উপাদান অ্যামফিটামিনের পরিমাণ অনেক বেশি থাকে। এজন্য মানবদেহে ইয়াবার চেয়েও এই মাদক বেশি ক্ষতি করে। এটি সেবনের ফলে অনিদ্রা, অতি উত্তেজনা, স্মৃতিভ্রম, মস্তিস্ক বিকৃতি, স্টোক, হৃদরোগ, কিডনি ও লিভার জটিলতা, মানসিক অবসাদ ও বিষন্নতা তৈরি হয়। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সেবনকারী আত্মহত্যাও করতে পারে। এই মাদক সেবনে মৃত্যুও হতে পারে।বিস্তারিত