কাকার ইচ্ছাতেই তিনি উপমহাদেশের কিংবদন্তি গায়ক

কাকার ইচ্ছাতেই তিনি উপমহাদেশের কিংবদন্তি গায়ক

‘কফি হাউস আমার বাড়ির খুব কাছেই ছিল। কিন্তু যে কেউ জানলে অবাক হবে, আমি আজ পর্যন্ত কোনো দিন কফি হাউসে যাইনি। তবে কয়েকজন বন্ধুকে নিয়ে কফি হাউসের যে ছবি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার গানের কথায় তুলে ধরেছেন, সেটা এককথায় অসাধারণ। আর তার ওপর নচিকেতার ছেলে খোকা (সুপর্ণকান্ত ঘোষ) সুন্দর সুর করেছেন। আমি তো কেবল তাঁদের বানানো জিনিসটাই শ্রোতার কাছে তুলে ধরেছি,’ কথাগুলো ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’খ্যাত গায়ক মান্না দের। প্রথম জীবনে গান নিয়ে তাঁর তেমন একটা আগ্রহই ছিল না। কিন্তু কাকার ইচ্ছায় ও নিজের সাধনায় সফল এক শিল্পী হয়ে ওঠেন তিনি। আজ তাঁর মৃত্যুবার্ষিকী।

সাধারণ এক পরিবারের সন্তান ছিলেন মান্না দে। অন্য দশজনের মতো নিজেও চাইতেন পড়াশোনা করে চাকরি করবেন। সেভাবেই জীবনকে দেখতে শুরু করেছিলেন। কিন্তু ছোট মান্না দে সুযোগ পেলেই গান গাইতেন। সেসব গান শুনেই তাঁর কাকা বিখ্যাত গায়ক কৃষ্ণচন্দ্র দে বুঝতে পেরেছিলেন, গানে ভালো করবেন তাঁর ভাতিজা। মান্না দেকে নিয়মিত গান করতে ও শিখতে উৎসাহিত করেন। এই চর্চার ফল হিসেবে ত্রিশের দশকে ছাত্রজীবনে আন্তকলেজ সংগীত প্রতিযোগিতায় পরপর তিন বছর তিনটি পৃথক বিভাগে প্রথম স্থান অর্জন করেন।বিস্তারিত

বিনোদন