জয়নাল আবেদিন: নির্দিষ্ট কিছু ব্যক্তি ও এলাকার মধ্যে কেন্দ্রীভূত হয়ে গেছে ব্যাংকঋণ। বেশিরভাগ ব্যাংকেই এখন একই সমস্যা। কিছু ব্যক্তি ও এলাকায় বড় অঙ্কের ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়ায় ঝুঁকিতে পড়েছে ব্যাংক খাত। ঝুঁকি এড়াতে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে পণ্যের বহুমুখীকরণ করতে হবে। একই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে জনতা ব্যাংকের মোট ঋণ ছিল ৬৩ হাজার ৪৩৫ কোটি টাকা। এর মধ্যে আট গ্রাহকের কাছেই আছে ২০ হাজার ৫২৬ কোটি টাকা বা মোট ঋণের ৩২ দশমিক ৩৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে উঠে এসেছে জনতা ব্যাংকের এসব ভয়াবহ তথ্য। কিন্তু গ্রাহকদের নাম প্রকাশ করা হয়নি প্রতিবেদনে। সংশ্লিষ্টরা বলছেন, বড় গ্রাহক খেলাপি হয়ে পড়লে বা ঋণ আটকে গেলে আদায় করতে বেগ পেতে হয়। এজন্য ঋণ বিতরণে অধিক গ্রাহক ও এলাকা বিস্তৃত করার কোনো বিকল্প নেই বিস্তারিত