আবারও আন্দোলনে নেমেছেন বিমানের পাইলটরা। বেতন কাটা নিয়ে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন। আন্দোলনের প্রথম কর্মসূচিতে চুক্তির বাইরে কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সোমবার বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি মাহবুবুর রহমান যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।
মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, মহামারিকালে বিমানে সবার বেতন কাটার সিদ্ধান্ত হয়েছিল; দেড় বছর বাদে অন্যদের আবার আগের মতো বেতন দেওয়ার সিদ্ধান্ত হলেও পাইলটদের ক্ষেত্রে তা হয়নি। এজন্য তিন মাস আগে পাইলটরা ধর্মঘটের হুমকি দিলেও বিমান কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনে যায়নি।
তিনি বলেন, এরমধ্যে বিমানের চেয়ারম্যান, এমডিসহ সবার সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু দাবি পূরণ না হওয়ায় এ মাস থেকে ৭৫ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করবে না।
আন্দোলনের কারণে সোমবার দুবাই, আবুধাবি ও মাসকটের ফ্লাইটে পাইলট না পাওয়ায় দেরি করে ছেড়েছে।
এরআগেও পাইলটরা আন্দোলনে যান। করোনাভাইরাসের কারণে কর্তন করা সবার বেতন পুরো ফেরত দিলেও পাইলটদের ওভারসিজ অ্যালাইন্স বাদ দিয়ে বেতন ফেরত দেওয়া হয়। তখন পাইলটরা আন্দোলনে গিয়েছিলেন।