সেনা অভ্যুত্থানের নিন্দা বিশ্বের সুদানে সেনাবাহিনীর গুলিতে ৭ জন নিহত

সেনা অভ্যুত্থানের নিন্দা বিশ্বের সুদানে সেনাবাহিনীর গুলিতে ৭ জন নিহত

সুদানে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর গুলিতে সাতজন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১৪০ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) দেশটির সশস্ত্র বাহিনী রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন বহু মানুষ।

রাজধানী খার্তুমে সেনাসদস্যরা ঘরে ঘরে গিয়ে স্থানীয় বিক্ষোভের আয়োজকদের গ্রেপ্তার করছেন।

এদিকে সুদানে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশ ও সংস্থা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা স্থগিত করেছে। খবর বিবিসির।

আন্তর্জাতিক