‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় যুব দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১ নভেম্বর) র্যালি, আলোচনা সভা, চেক ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
গাইবান্ধা : গাইবান্ধায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সদর ইউএনও মো. আব্দুর রাফিউল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মাহফুজার রহমান, ডেপুটি কোঅর্ডিনেটর কৃষিবিদ এএম খালেদ, কেএম রেজাউল হক, পশু চিকিৎসক আব্দুর রাজ্জাক, কৃষ্ণ চন্দ্র রায় প্রমুখ।
শেরপুর : শেরপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, পৌর মেয়র গোলাম মো. কিবরিয়া, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল ইসলাম হিরু, ইউএনও মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা প্রমুখ।
ঝিনাইদহ : ঝিনাইদহে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, পৌর মেয়র ও আ.লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার বিজয় কৃষ্ণ হালদার, সিও’র নির্বাহী পরিচালক সামসুল আলম প্রমুখ।
পটুয়াখালী : পটুয়াখালীতে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ভবন চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক নূরে আলম আকতার, অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুছ ভুইয়া, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ প্রমুখ।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে জাতীয় যুব দিবসে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শফিফুল ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর মো. ইকবাল হোসেন প্রমুখ।
পাংশা (রাজবাড়ী) : পাংশা র্যালী ও আলোচনা সভায় ইউএনও মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপজেলা হল রুমে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পশু ও প্রানী সম্পাদ কর্মকর্তা ডা. মোতালেব হোসেন প্রমুখ।
হাকিমপুর (দিনাজপুর) : হাকিমপুরউপজেলা ও যুব উন্নয় অধিদপ্তরের আয়োজনে ইউএনও নূর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেনউপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দীন মন্ডল প্রমুখ।
বাউফল (পটুয়াখালী) : বাউফলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইএনও আর আমিন, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহসভাপতি শামসুল আলম মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান খান, এনজিও সমন্বয়কারী দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রমুখ।
শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে ইউএনও তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, এ্যাড. শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহীতুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার, হুমায়ুন কবির হিমু, আ.লীগের সেচ্ছাসেবক সভাপতি এ্যাড. মোশাররফ হোসেন প্রমুখ।
বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল, কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ।
সরিষাবাড়ী (জামালপুর) : সরিষাবাড়ী উপজেলা পরিষদ হলরুমে ইউএনও উপমা ফারিসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, আ.লীগের উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ইউএনও আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা ভ্যাটেইনারী সার্জন ডা. ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান সাকিলা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।
বাগমারা (রাজশাহী) : বাগমারায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে একটি র্যালি বের হয়ে ভবানীগঞ্জ বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে গিয়ে শেষ হয়। পরে ইউএনও ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, কৃষি অফিসার রাজিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা খান্দকার মাক্কামাম মাহমুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
চাটমোহর (পাবনা) : চাটমোহরে উপজেলা অডিটরিয়ামে ইউএনও সৈকত ইসলামের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, হেলালুর রহমান জুয়েল, কেএম বেলাল হোসেন স্বপন।
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : ভোলাহাট কৃষি অধিদপ্তর মিলনায়তনে ইউএনও সমর কুমার পালের সভাপতিত্বে উপজেলা যুব কর্মকতা লুৎফর রহমানের সঞ্চালনা বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লা দবির, ভাইস চেয়ারম্যানের মোহা. শাহনাজ খাতুন প্রমুখ।
ভূঞাপুর (টাঙ্গাইল) : উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোছা. ইশরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. আলিফনূর মিনি, সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল রনী, সমাজসেবা কর্মকর্তা মো. শহীদুজ্জামান মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজি মো. ইজদানি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র দেবনাথ, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক প্রমুখ।
মিঠাপুকুর (রংপুর) : মিঠাপুকুরে স্থানীয় বেগম রোকেয়া অডিটোরিয়ামে আলোচনা সভা, প্রশিক্ষণের সনদ বিতরণ, ঋনের চেক বিতরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। এতে ভার্সুয়ালি বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশীদ প্রমুখ।
আটোয়ারী (পঞ্চগড়) : আটোয়ারীতে উপজেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে ইউএনও আরিফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহাজাহান, ভাইস চেয়ারম্যান রেনু একরাম, কৃষি অফিসার মোছা. নুরজাহান খাতুন প্রমুখ।
ইন্দুরকানী (পিরোজপুর) : ইন্দুরকানী যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও লুৎফুন্নেছা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী, ইন্দুরকানী প্রেস ক্লাব সভাপতি আজাদ হোসেন বাচ্চু, জেপি’র সিনিয়র সহসভাপতি কাওসার আহমেদ দুলাল প্রমুখ।
কামারখন্দ (সিরাজগঞ্জ) : কামারখন্দে যুব ঋনের চেক, সনদ পত্র বিতরন ও আলোচনা সভায় ইউএনও মেরিনা সুলতানার সভাপতিত্বে ও সানজিদা খাতুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু ছাইদ, যুব উন্নয়ন জেলা কার্যালয়ের মৎস প্রশিক্ষক আব্দুল মান্নান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরী আল নাহিদ প্রমুখ।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. রাশেদুল কাওসার ভূইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল নাছির, সাংবাদিক হারুনুর রশিদ ঢালি, সাংবাদিক মো. শাখাওয়াৎ হোসাইন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম নিপু, বিএডিসি’র উপসহকারী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান প্রমুখ।
কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়ায় আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণে ইউএনও মো. মইনউদ্দিন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ভূইয়া, সেলিনা বেগম সুমি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলু রহমান প্রমুখ।
কয়রা (খুলনা) : কয়রা র্যালী, আলোচনা সভা, সনদ বিতরনসহ ঋনের চেক বিতরণে সভাপতিত্ব করেন ইউএনও অনিমেষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, সহকারী কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মুস্তাইন বিল্যাহ, যুব উন্নয়ন অফিসার আবু বকর মোল্যা, যুব সদস্য আওছাফুর রহমান প্রমুখ।
মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে রালী ও আলোচনা সভার উদ্বোধন করেন ইউএনও শামীমা ইয়াসমিন। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়া আক্তার রিভা, সমাজ সেবা অফিসার ইসমাইল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা রথীন্দ্রনাথ চক্রবর্ত্তী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আক্তারুজ্জামান মোল্লা, সুব্রত চন্দ্র দেবনাথ, আলমগীর হোসেন প্রমুখ।
মহাদেবপুর (নওগাঁ) : মহাদেবপুরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় ইউএনও মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।
তাড়াশ (সিরাজগঞ্জ) : তাড়াশে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউএনও মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার খান, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, কৃষি সম্পসারণ কর্মকর্তা নাগিব মাহফুজ, সমাজ সেবা কর্মকর্তা কেএম মনিরুজ্জামান, নারী নেত্রী মিনতী রানী বসাক প্রমুখ।
চন্দনাইশ (চট্টগ্রাম) : চন্দনাইশে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় হলরুমে ইউএনও সাদিয়া ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, ওসি নাছির উদ্দিন সরকার, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।
ধামইরহাট (নওগাঁ) : ধামইরহাটে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি। ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আ.লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সাবিনা এক্কা, কৃষি কর্মকর্তা মোসা. শাপলা খাতুন, ওসি কেএম রাকিবুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ।
ফুলপুর ( ময়মনসিংহ) : ফুলপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ইউএনও শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌর মেয়র শশধর সেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিহাব উদ্দিন খান, প্রকৌশলী কর্মকর্তা মামুন-অর-রশিদ প্রমুখ।
বোরহানউদ্দিন (ভোলা) : বোরহানউদ্দিন উপজেলায় প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউএনও মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) শোয়াইব আহম্মেদ, ওসি মো. শাহিন ফকির, যুব উদ্যোক্তা আলামিন প্রমুখ।