এবার ডাল-তেলের দাম বাড়ালো টিসিবি

এবার ডাল-তেলের দাম বাড়ালো টিসিবি

দুই দিন বিরতির পর বুধবার থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে এ দফায় তেল ও ডালের দাম বাড়িয়ে দিয়েছে সরকারি সংস্থাটি। প্রতি লিটার তেলে এবং কেজিতে ডালের দাম ৫ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে ভোক্তাদের টিসিবির ২ লিটার তেলের বোতল কিনতে হবে ১০০ টাকার বদলে ১১০ টাকায়। আর ২ কেজি মসুর ডাল কিনতে হবে ১১০ টাকার বদলে ১২০ টাকায়। তবে চিনি ও পিয়াজের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, বাজারের তুলনায় দাম অনেক কম থাকায় তেল ও ডালের দাম সমন্বয় করা হয়েছে। কারণ, দামে বেশি ডিফারেন্স থাকায় কালোবাজারি হওয়ার সম্ভাবণা থাকে বলে জানান তিনি।এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, বাজারের তুলনায় দাম অনেক কম থাকায় তেল ও ডালের দাম সমন্বয় করা হয়েছে। কারণ, দামে বেশি ডিফারেন্স থাকায় কালোবাজারি হওয়ার সম্ভাবণা থাকে বলে জানান তিনি।

অনলাইন (৩ ঘন্টা আগে) নভেম্বর ২, ২০২১, মঙ্গলবার, ৭:৫১ অপরাহ্ন | সর্বশেষ আপডেট: ৭:৫৩ অপরাহ্ন

দুই দিন বিরতির পর বুধবার থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে এ দফায় তেল ও ডালের দাম বাড়িয়ে দিয়েছে সরকারি সংস্থাটি। প্রতি লিটার তেলে এবং কেজিতে ডালের দাম ৫ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে ভোক্তাদের টিসিবির ২ লিটার তেলের বোতল কিনতে হবে ১০০ টাকার বদলে ১১০ টাকায়। আর ২ কেজি মসুর ডাল কিনতে হবে ১১০ টাকার বদলে ১২০ টাকায়। তবে চিনি ও পিয়াজের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, বাজারের তুলনায় দাম অনেক কম থাকায় তেল ও ডালের দাম সমন্বয় করা হয়েছে। কারণ, দামে বেশি ডিফারেন্স থাকায় কালোবাজারি হওয়ার সম্ভাবণা থাকে বলে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও সাধারণ আয়ের জনগণের সহায়তার জন্য টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে পঞ্চম কিস্তির ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে বুধবার থেকে।

অর্থ বাণিজ্য