দীর্ঘদিন দাম ঊর্ধ্বমুখী থাকার পর পেট্রল ও ডিজেলের দাম কমিয়েছে ভারত। কেন্দ্রীয় সরকারের উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্তের ঘোষণার পরেই দেশটিতে লিটারপ্রতি পেট্রলের দাম পাঁচ রুপি এবং ডিজেলের দাম এগারো রুপি করে কমেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে ভারতজুড়ে নতুন মূল্যে বিক্রি হচ্ছে পেট্রল ও ডিজেল। তবে রাজ্যভেদে দামে কিছুটা ভিন্নতা রয়েছে।
বৃহস্পতিবার সকালে দাম কমে দিল্লিতে পেট্রল ১০৫ রুপি এবং ডিজেল ৯৩ রুপি দরে বিক্রি হচ্ছে। তবে মুম্বাইয়ে পেট্রল বিক্রি হচ্ছে ১১১ রুপি এবং ডিজেল লিটারপ্রতি ১০১ রুপি। এ ছাড়া পশ্চিমবঙ্গে দাম কমে পেট্রল বিক্রি হচ্ছে ১০৪ রুপি এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৯ রুপিতে।
এর আগে বুধবার দিল্লিতে লিটারপ্রতি পেট্রল বিক্রি হয়েছে ১১০ রুপি দরে আর ডিজেল বিক্রি হয়েছে ৯৮ রুপি দরে। একই দিনে মুম্বাইয়ে পেট্রল বিক্রি হয় ১১৬ রুপি দরে এবং ডিজেল বিক্রি হয়েছে লিটারপ্রতি ১০৬ রুপিতে।
এদিকে কেন্দ্রীয় সরকারের শুল্ক কমানোর সিদ্ধান্তের পরে এনডিএ শাসিত বিহার, আসাম, কর্ণাটক, গোয়া, ত্রিপুরা, মণিপুর ও উত্তরপ্রদেশ ডিজেল-পেট্রলে লিটারপ্রতি ১-৭ রুপি পর্যন্ত শুল্ক কমিয়েছে। ফলে এসব রাজ্যেও তেলের দাম কমেছে।