সারা দেশে জাতীয় সমবায় দিবস পালিত

সারা দেশে জাতীয় সমবায় দিবস পালিত

‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন’ স্লোগানে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৬ নভেম্বর) দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সমবায় অফিসের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

মেহেরপুর : গাংনীতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান মুন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি বক্তব্য দেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। আরো বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, সমবায় সমিতির প্রতিনিধি আবুল কাশেম প্রমুখ।

কুমিল্লা : কুমিল্লায় দিবসটি উপলক্ষে র‌্যালি শেষে বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সমবায় অ্যাকাডেমির অধ্যক্ষ অঞ্জন কুমার সরকার। জেলা সমবায় ইউনিয়নের সম্পাদক আবদুল সাত্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. আল-আমিন, সমবায় ব্যাংকের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজি নাজমুল শাহাদাত প্রমুখ।

শরীয়তপুর : শরীয়তপুর সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। সদর ইউএনও মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সাইফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, পৌর মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন, ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা ইমাম হোসেন।

বগুড়া : বগুড়ায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমবায় ব্যাংকের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ডাবলু। এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা সমবায় কর্মকর্তা মাসুদ পারভেজ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান, নুরুন্নবী প্রমুখ।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে দিবসটি উপলক্ষে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিমউদদীন চৌধুরী, সদর ইউএনও মাসুকাতে রাব্বি, জেলা সমবায় কর্মকর্তা সামিউল ইসলাম প্রমুখ।

মৌলভীবাজার : মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌর মেয়র মো. ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ দুলাল মিঞা, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার প্রমুখ।

পঞ্চগড় : পঞ্চগড়ে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সমবায়ীদের ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা সমবায় কর্মকর্তা মো. জামালউদ্দিন প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা সমবায় কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, উপপরিদর্শক আনিছুর রহমান প্রমুখ।

সাতক্ষীরা : সাতক্ষীরায় উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আসাদুজ্জামান বাবু, সদর ইউএনও ফাতেমা-তুজ-জোহরা, মমতাজ বেগম, রাম প্রসাদ ঢালী, মোখলেছুর রহমান প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জেলা সমবায় কর্মকর্তা আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক সভাপতি আবদুল গফুর প্রমুখ।

হিলি (দিনাজপুর) : হিলিতে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা সমন্বয় অফিসের সহকারী পরিদর্শক আজম প্রামাণিক প্রমুখ।

পাংশা (রাজবাড়ী) : পাংশা উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সমবায় কর্মকর্তা এম এ কামরুন নাহার, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ মন্ডল, ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।

মাদারগঞ্জ (জামালপুর) : মাদারগঞ্জে খরকা হলরুমে আলোচনা সভায় ইউএনও ইলিশায় রিছিলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, সমবায় কর্মকর্তা শাহনাজ বেগম, মাদারগঞ্জ সিসিএমপিএস লিমিটেডের সভাপতি রায়হান রহমতুল্লাহ রিমু, সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : আত্রাইয়ে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও ইকতেখারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, শফিকুল ইসলাম, আফছার আলী প্রাং, সমবায় কর্মকর্তা নিজাম উদ্দিন, সবুজ বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি রনিকুজ্জামান প্রমুখ।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : নাচোলে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে ইউএনও শরিফ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, ভাইস চেয়ারম্যান প্রভাষক মশিউর রহমান বাবু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাপিয়া সুলতানা, সমবায় কর্মকর্তা সুনীল কুমার সরকার, কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, ওসি আবদুল ওহাব প্রমুখ।

আমতলী (বরগুনা) : আমতলী উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় ভারপ্রাপ্ত ইউএনও মো. নাজমুল ইসলাম সভাপতিত্বে বক্তাব দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ছরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মোসা. তামান্না আফরোজ মনি, বিআরডিবির চেয়ারম্যান জি এম মুসা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নুরুল ইসলাম মৃধা প্রমুখ।

বাবুগঞ্জ (বরিশাল) : বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় ইউএনও আমীনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, সমবায় কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর কবির, উপজেলা আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান পিন্টু, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সিকদার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি জহিরুল হাসান অরুণ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাবুল আকন প্রমুখ।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : টুঙ্গিপাড়ায় ইউএনও এ কে এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অসীম বিশ্বাস, ভাইস চেয়ারম্যান কাজি জোনাকি, সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী পরিদর্শক হাফিজুর রহমান প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) : বদলগাছীতে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, ভাইস চেয়ারম্যান খালেদা আকতার কল্পনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন এফ এফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে সমবায় কর্মকর্তা আবদুল জলিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, সরকারি গণগ্রন্থারের সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা বেগম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি রমেশ চন্দ্র রায় প্রমুখ।

চাটমোহর (পাবনা) : চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সৈকত ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহক আলী মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, জেলা সমবায় পরিদর্শক সুরজিৎ চ্যাটার্জি, প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ী সমিতি সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন প্রমুখ।

তাড়াশ (সিরাজগঞ্জ) : তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো. মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, নারী নেত্রী মিনতি রানি বসাক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুস সালাম জাকারিয়া প্রমুখ।

ধুনট (বগুড়া) : ধুনটে একটি র‌্যালি উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। ইউএনও সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র এ জি এম বাদশাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ওসি কৃপাসিন্ধু বালা প্রমুখ।

বড়লেখা (মৌলভীবাজার) : বড়লেখা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা শফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিন, ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সাংবাদিক আবদুর রব প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ফুলবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সুমন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ পনির উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ওসি রাজীব কুমার রায়, উপজেলা সমবায় কর্মকর্তা কাউসার আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহজাহান আলী বাদশা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল হুদা দুলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল প্রমুখ।

গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ের ইউএনও মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, বারবাড়ীয়া পর্যটনশিল্প সমবায় সমিতি লিমিটেড সংগঠক মোখলেছুর রহমান, উপজেলা ইসলামিক ফাউন্ডশনের ফিল্ড সুপারভাইজার এমদাদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মীর কাশেম, মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন প্রমুখ।

গঙ্গাচড়া (রংপুর) : গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও তাসলীমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোবিন্দগঞ্জে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল লতিফ প্রধান। উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আবু সাঈদের সভাপতিতে ও ফাঁসিতলা হাট ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ওসি এ কে এম মেহেদী হাসান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরে ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে ও সমবায়ী ওবায়দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা সমবায় কর্মকর্তা ফাহমিদা আক্তার লিমা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, প্রেস ক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, কাউন্সিলর আবদুল কাদির প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারীতে আলোচনায় সভায় উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ শাহিদুল আলম, ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, ওসি মো. রফিকুল আলম, মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রণি, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণনাথের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান সুলতানুল আলম, সমবায় সদস্য আবুল কাশেম মাস্টার প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) : ইন্দুরকানীতে ইউএনও লুৎফুন্নেছা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলান নাহার, উপজেলা ইউসিসিএ চেয়ারম্যান ফরিদ আহমেদ, প্রেস ক্লাব সভাপতি আজাদ হোসেন বাচ্চু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন উপজেলা সভাপতি আলমগীর কবির মান্নু প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, ভাইস চেয়াম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. শিবলী সাদিক। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাকসুদ-উল-আলন খান, ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিন প্রমুখ।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : কামারখন্দ উপজেলা মিনি অডিটরিয়ামে ইউএনও মেরিনা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, প্রাণিসম্পদ কর্মকর্তা আবু ছাঈদ, মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা প্রমুখ।

চিতলমারী (বাগেরহাট) : চিতলমারীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সৈয়দা ফয়জুন্নেছা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অসীম কুমার দাস প্রমুখ।

কাহালু (বগুড়া) : বগুড়ার কাহালুতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মাছুদুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আ. রশিদ লালু ও মোছা. রওশন আরা। আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সহকারী অধ্যাপক পি এম বেলাল হোসেন প্রমুথ।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : ভোলাহাটে দিবসটি উপলক্ষে ইউএনও সমর কুমার পালের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন। এতে স্বাগতম বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল হালিম। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গরিবুল্লাহ দবির, পরিদর্শক (তদন্ত) মো. রেজওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : কোটালীপাড়ায় র‌্যালি শেষে পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও ফেরদৌস ওয়াহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল খালেক হাওলাদার, লক্ষ্মী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া প্রমুখ।

কয়রা (খুলনা) : কয়রায় উপজেলা সমবায় অফিসের সহকারী পরির্দশক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ইউএনও অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুস্তাইন বিল্যাহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব অ্যাডভোকেট কেরামত আলী, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহা. হুমায়ুন কবির প্রমুখ।

মান্দা (নওগাঁ) : মান্দায় দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবু বাক্কার সিদ্দিক। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এনায়েত হোসেন, সমাজসেবা কর্মকর্তা সাকিল আহমেদ, সমবায় কর্মকর্তা মুহা. আখতার হোসেন, বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আখতারুজ্জামান প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : মির্জাগঞ্জে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী ও সমবায় পতাকা উত্তোলন করেন ইউএনও মোসা. তানিয়া ফেরদৌস। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোসা. তানিয়া ফেরদৌস। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।

মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মামুনুল করিম। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র আবদুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মীর সুলতানুজ্জামান লিটন প্রমুখ।

মোংলা (বাগেরহাট) : মোংলায় দিবসটি উপলক্ষে ইউএনও কমলেশ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য দেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জোবায়ের হোসেন।

মনোহরগঞ্জ : কুমিল্লার মনোহরগঞ্জে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) নাজিয়া হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জসিম উদ্দিন ভূঁইয়া। উপজেলা সমবায় অফিসে কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম। আরো বক্তব্য দেন পরিদর্শক (তদন্ত) রিপন বালা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সেলিম কাদের চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, এসডিএফের ম্যানেজার হানিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মজুমদার প্রমুখ।

কালিহাতী (টাঙ্গাইল) : কালিহাতীতে দিবসটি উপলক্ষে ইউএনও মোবাশ্বের আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস চেয়ারম্যান মো. আখতারুজজামান, দি টাঙ্গাইল সেন্ট্রাল কো-অপারেটিভ আরটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোফাখ্খারুল। বক্তব্য দেন ব্রাইট বিজনেসম্যান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি তোফাজ্জল হোসেন তুহিন। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম ও উপজেলা সমবায় সমিতির সভাপতি আলাউদ্দিন।

কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে ইউএনও মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুহুল আমিন, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক প্রমুখ।

দিনাজপুুর : দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। জেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুছ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি একরামুল হক, শামীম আশরাফ, দবিরুল ইসলাম প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালীতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ইশরাত জাহানের সভাপতিত্বে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দ, জেলা আ.লীগের সভাপতি কাজী আলমগীর, সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি আবদুস সালাম খান, বন্ধুজন সমবায় প্রতিষ্ঠান থেকে রেজাউল করিম প্রমুখ।

নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম জুটনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য  দেন সংসদ সদস্য আলহাজ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, নান্দাইল বিআরডিবির সাবেক চেয়ারম্যান এনামুল হক বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, সাংবাদিক আলম ফরাজী, নান্দাইল সমবায়ী কর্মকর্তা আরব আলী প্রমুখ।

বোদা (পঞ্চগড়) : বোদা উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মো. সোলেমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান বাবু সাধারণ সম্পাদক বোদা রিপোর্টার্স ক্লাব প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুরে দিবসটি উপলক্ষে র‌্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মিজানুর রহমান। এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলি, সফল সমবায়ী লুইস টুডু, গোলাজ মুর্তজা প্রমুখ।

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি : রানীনগরে  দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউএনও সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় এমপি আলহাজ আনোয়ার হোসেন হেলাল, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলু, সমবায় কর্মকর্তা সামছুল হক, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস প্রমুখ।

রৌমারী (কুড়িগ্রাম) : রৌমারীতে উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) তানভীর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ আবদুল্লাহ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আ রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদৎ হোসেন, শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।

পলাশবাড়ী (গাইবান্ধা) : পলাশবাড়ীতে ইউএনও কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে উপজেলা টাউন হলে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর প্রধান, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা খান মোস্তাক নাসির, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুর রহমান প্রমুখ।

বাগমারা (রাজশাহী) : বাগমারায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ওসি মোস্তাক আহম্মেদ, ভবানীগঞ্জ পৌর মেয়র আবদুল মালেক মণ্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা আলাউদ্দীন প্রামাণিক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) : আটোয়ারীতে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন। সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক রবিউল ইসলামের সঞ্চালনায়  বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহাজাহান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী, সোভা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুল মজিদ প্রমুখ।

মহাদেবপুর (নওগাঁ) : মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুল হাকিম, সমবায় কর্মকর্তা আরিফা বানু, বীর মুক্তিযোদ্ধা মহসীন আলী প্রমুখ।

পূর্বধলা (নেত্রকোনা) : পূর্বধলা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও উম্মে কুলসুম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহা, উপসহকারী কৃষি কর্শকর্তা রফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

কাহালু (বগুড়া) : কাহালু উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. মাছুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান আল-হাসিবুল হাসান সুরুজ, ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ লালু, ভাইস চেয়ারম্যান মোছা. রওশন আকতার, কৃষি কর্মকর্তা মনিরুল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সহকারী অধ্যাপক পি এম বেলাল হোসেন, জামগ্রাম সোনালি সমবায় সমিতির সভাপতি আবদুল আলিম প্রমুখ।

শীর্ষ সংবাদ সারাদেশ