‘মাইন্ড ইট, নৌকার ভোট হবে ওপেন’

‘মাইন্ড ইট, নৌকার ভোট হবে ওপেন’

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন বলেছেন, ‘মাইন্ড ইট, নৌকার ভোট হবে ওপেন।’ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকায় প্রকাশ্যে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আর যদি মনে করেন, আপনি বঙ্গবন্ধুর নীতি আদর্শ বিশ্বাস করেন না, তাহলে আপনার রাস্তা আপনি দেখতে পারেন। এর বাইরে আর কোনো কথা নেই।’

গতকাল সোমবার চার মিনিট ২১ সেকেন্ডের পবনের একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। গত রবিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নে পৈতপুর গ্রামে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলামের বাড়িতে ইউপি নির্বাচনের মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভাদুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাবেদসহ বিপুলসংখ্যক যুবলীগ নেতাকর্মী। তবে গত রাতে পবন দাবি করেন, তাঁর বক্তব্য এডিট করে কে বা কারা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।

রাজনীতি সারাদেশ