আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিভ্যানের সঙ্গে লাগানো বোমা বিস্ফোরিত হয়েছে। এতে হতাহতের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে নামপ্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা জানিয়েছেন, অন্তত ছয়জন নিহত হয়েছেন, আহত অন্তত সাত। শনিবার (১৩ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুলের দাশত-ই বারচি এলাকায় আগুন লেগেছে। এতে অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং দুজন আহত হয়েছে। তদন্ত চলছে।