রাজধানীর গুলশান এলাকার একটি ১২তলা ভবনের নয়তলার রেলিং থেকে পড়ে সানা (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার বাবার নাম রেজওয়ান সেলিম। তিনি পেশায় একজন গার্মেন্ট ব্যবসায়ী। নিহত ছাত্রী পরিবারের সঙ্গে ওই ভবনে থাকত।
শুক্রবার (১২ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রী উত্তরার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শিল্পী আক্তার। তিনি জানান, গুলশান-২ এর ৪১ নম্বর রোডের ৪৮ নম্বর বাসার সামনের রাস্তা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (১৩ নভেম্বর) সকালের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার মরদেহ পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, লোকমুখে শুনেছি, ওই ভবনের নয়তলার রেলিং থেকে সে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।