সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

রাজধানীর সায়েদাবাদে একটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৬ জন দগ্ধ হয়েছেন। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দগ্ধরা হলেন: আবুল কালাম (৫০) শামসুদ্দিন রবিন (৪০), রিপন (৪৫) শফিকুল ইসলাম (৪০) বিশ্বনাথ (৬৫) ও কবির (৩৮)। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে জনপথ মোড়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, জনপথ মোড় এলাকায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দোকানটিতে যারা ছিলেন, তাদের সবাই দগ্ধ হয়েছেন। আশেপাশের লোকজন দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন সাংবাদিকদের বলেন, ৬ জন দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। তবে কী পরিমাণ দগ্ধ হয়েছেন। দগ্ধ ছয়জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

তাদের মধ্যে, আবুল কালামের ৮০ শতাংশ, শামসুদ্দিন রিপনের ৬০ শতাংশ, শফিকুল ইসলামের ৭৮ শতাংশ, বিশ্বনাথের ৩৪ শতাংশ, কবিরের ৮৫ শতাংশ এবং রবিনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। রবিন ছাড়া সবাইকে পোস্ট-অপারেটিভে রাখা হয়েছে। এছাড়া রবিনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিবেন বলেন, সায়েদাবাদে চায়ের দোকানটিতে পুরাতন গ্যাস সিলিন্ডার রং করা হচ্ছিল। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, সেখানে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরেছে।

Others