ওমর ফারুক
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের জন্য কাউকে অভিযুক্ত না করেই প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তবে দায়িত্বে অবহেলার জন্য দুজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়াসহ কয়েকটি সুপারিশ করেছে কমিটি। গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
খোয়া যাওয়া নথি উদ্ধারেও আপাতত ভাটা পড়েছে। এরই মধ্যে সেই ১৭ নথি নতুন করে তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে নথিগুলো গায়েব হয়েছিল গত ২৮ অক্টোবর।
গত ২৭ অক্টোবর অফিস সময়ে ক্রয় ও সংগ্রহ শাখা-২-এর একটি ফাইল কেবিনেটে ১৭টি নথি রাখা হয়। পরদিন দুপুরে কাজ করতে গিয়ে দেখা যায় ফাইলগুলো নেই। ওই দিনই এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিস্তারিত