বায়ু দূষণের কারণে দিল্লিতে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

বায়ু দূষণের কারণে দিল্লিতে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

ভারতের রাজধানী দিল্লিতে আবারও বেড়েছে বায়ু দূষণ। এর প্রেক্ষিতে দিল্লি ও এর আশপাশের স্কুল-কলেজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে অফিসগুলো মোট কর্মকর্তার ৫০ শতাংশকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে দ্যা কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট এই নির্দেশনা জারি করে।

এদিকে এই নির্দেশনা জারির পরে দিল্লির স্কুল-কলেজগুলো অনলাইন ক্লাসে ফিরে যাচ্ছে। যেমনভাবে মহামারি করোনাভাইরাসের সময়ে ক্লাস নেওয়া হতো। আজ বুধবার থেকে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া হবে।

দূষণ কমাতে ওই অঞ্চলে ২১ নভেম্বর পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও অপ্রয়োজনীয় জিনিসপত্র বহনকারী ট্রাকগুলোকে আগামী রবিবার পর্যন্ত দিল্লিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে ডিজেল এবং পেট্রোল চালিত ১০ থেকে ১৫ বছরের পুরনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে এনসিআর।

বায়ু দূষণের বিষয়ে এ নির্দেশনা আসার আগে মঙ্গলবার বৈঠকে বসে দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আন্তর্জাতিক