হাফ ভাড়া দিতে চাওয়ায় ​ধর্ষণের হুমকি, শিক্ষার্থীদের বিক্ষোভ

হাফ ভাড়া দিতে চাওয়ায় ​ধর্ষণের হুমকি, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

হাফ ভাড়া দিতে চাওয়ায় ছাত্রীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকির প্রতিবাদ, গণপরিবহনে নারীর প্রতি সহিংসতা রোধ ও শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করার দাবিতে রাজধানীর বকশি বাজার সড়ক অবরোধ করে আন্দোলন করছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের ছাত্র-ছাত্রীরা।

রোববার (২১ নভেম্বর) সকাল থেকে তারা বিক্ষোভ করছেন। এর আগে গেলো শনিবার সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করে জানান, হাফ ভাড়া দেয়ায় বাসের চালক ও হেলপার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন।

শনিবার (২০ নভেম্বর) সকাল ৮ টায় শনির আখড়া থেকে কলেজের আসার পথে হুমকি দেন বলে অভিযোগ করেন।

ভুক্তভোগী ঐ শিক্ষার্থী জানান, শনির আখড়া থেকে প্রতিদিন ১০ টাকা দিয়ে কলেজে যাতায়াত করি। আজকে ঠিকানা পরিবহনের একটি বাসে ২০ টাকা দিয়ে ভদ্রভাবে ১০ টাকা রাখতে বলি। ১০ টাকা ফেরত চাওয়ায় হেলপার বলতে থাকে ‘দিমু না কি করবি কর’ এরপর চিল্লানোর পর সে বলে ‘গলা বড় করবি না ৫ টাকা নে না হয় নাইমা যা’। এরপর নামার সময় ৫ টাকা হাতে ধরায় দিয়ে বলে নে তোর টাকা। এরপর ঐ শিক্ষার্থীকে বাস থেকে নামিয়ে দিয়ে অপ্রকাশযোগ্য ভাষায় ধর্ষণের হুমকি দেন।

শিক্ষা