মুগদায় বাসায় শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

মুগদায় বাসায় শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদায় আবাসিক একটি ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল সাতটার পর মাতব্বর গলি এলাকায় পাঁচতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন সুধাংশু (৩৫), তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা (৩২), তাঁদের ছেলে উরক (৫) ও শাশুড়ি শেফালি (৫৫)। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন চিকিৎসা চলছে তাঁদের। হাসপাতাল সূত্রে জানা গেছে, সুধাংশু ২৫ শতাংশ, প্রিয়াঙ্কা ৭২ শতাংশ, উরক ৬৭ শতাংশ ও শেফালি ৬৫ শতাংশ দগ্ধ হয়েছেন। ওই বাড়ির মালিকের নাম সাজু মিয়া।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জামিল উদ্দীন প্রথম আলোকে বলেন, সকালে রান্না করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস লিকেজ হয়ে রান্নাঘরে ছড়িয়ে পড়েছিল। সকালে রান্নার জন্য চুলার আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়।

এ বিস্ফোরণের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জামিল উদ্দীন

Others