বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানিয়ে আইনমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গল দুপুরে ১৫ সদস্যের বিএনপিপন্থী আইনজীবীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দপ্তরে গিয়ে সাক্ষাৎ করে স্মারকলিপিটি দেন।
দুই পাতার ওই স্মারকলিপিতে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা মতে শর্তহীনভাবে নতুন প্রজ্ঞাপন জারি করে অথবা বিশেষ আদেশে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি দাবি জানানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপির নেতারা। তবে সরকারের তরফ থেকে বারবারই বলা হচ্ছে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি।
উল্লেখ্য, গত রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল আইনমন্ত্রীকে চিঠি দিয়ে সাক্ষাতের আবেদ