নিত্য প্রয়ােজনীয় দ্রব্যর লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত

নিত্য প্রয়ােজনীয় দ্রব্যর লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত

দেশের সর্ববৃহৎ গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে ২০ নভেম্বর বিকেলে  ২৩৪/১, নিউ এলিফ্যান্ট রােড, ঢাকায় নিত্যপ্রয়ােজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে পরিষদের ঢাকা মহানগরীর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি/বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠান/আঞ্চলিক/ইউনিট কমিটির প্রতিনিধিবৃন্দের এক জরুরী সভা সংগঠনের কার্যকরী সভাপতি (১) জনাব হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অতিরিক্ত মহাসচিব মােঃ আজিম। আরাে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মােঃ সেলিম ভূঁইয়া, সহ-সভাপতি মােঃ সারােয়ার কবির, মােঃ আলী আহম্মদ, আম্বিয়া বেগম পলি, শামসুল হক সুজন, অতিরিক্ত মহাসচিব মােঃ মােজাম্মেল হক, মনির আহম্মেদ, যুগ্ম-মহাসচিব খন্দকার ফিরােজ হােসেন, মনিরুল ইসলাম, সাবেক কার্যকরী সভাপতি আব্দুল কাদের, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মােঃ শামসুল ইসলাম, নায়ারণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাউদ নূর-এ সফিউল কাদের, নারায়ণগঞ্জের মুখপাত্র নজরুল ইসলাম রানা, মােঃ বদিউর রহমান, মােঃ আব্দুল মতিন পাটোয়ারী, সাংগঠনিক সচিব জসীম উদ্দিন, মনির হােসেন, খন্দকার আক্কাস, বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মােঃ শাহজাহান, ফার্মাসিষ্ট কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মােঃ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সচিব শিকদার মাহাবুব হােসেন, আবুল কালাম আজাদ, আব্দুর রব, মােঃ তােফাজ্জল হােসেন, মােঃ সালাউদ্দিন, মােঃ মােক্তার হােসেন, মােঃ ওজিউল্লাহ, মােঃ হাফিজুল্লাহ, মােঃ আবুল হােসেন, সহ-অর্থসচিব মােঃ কামরুল হাসান, প্রচার সচিব আব্দুল জব্বার, মহিলা বিষয়ক সচিব ঝিনুক খন্দকার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ সম্পাদক মােঃ শিপন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, কার্যনির্বাহী সদস্য মােঃ মামুন মােল্লা, মােঃ শামসুদ্দিন, মােঃ বাবুল মিয়া, মােঃ নজরুল ইসলাম, রাজিয়া সুলতানা, জয়নাল আবেদীনসহ ঢাকা মহানগরীর বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠান/ইউনিট আঞ্চলিক কমিটির প্রায় শতাধিক প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তাগণ বলেন, নিত্যপ্রয়ােজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে কর্মচারীগণ দিশেহারা। তাই অবিলম্বে ৯ম বেতন কমিশন গঠন, আউটসাের্সিং নিয়ােগ প্রথা বাতিল, ৪০% মহার্ঘ ভাতা প্রদান, সচিবালয়ের ন্যায়। সারাদেশের কর্মচারীদের পদবী পরিবর্তন, পুলিশের ন্যায় রেশন প্রদান, শতভাগ পেনশন চালুকরণ, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনঃবহাল, পােশাকের টাকা বেতনের সাথে প্রদান, নিয়ােগের ক্ষেত্রে রেলের ন্যায় ৪০% পােষ্য কোটা সংরক্ষণ রাখা, সুদমুক্ত গৃহঋণ প্রদানসহ সমন্বয় পরিষদের ৫ (পাঁচ) দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানানাে হয়।
পরিশেষে আগামী ২৪/১২/২০২১ইং তারিখের মধ্যে উক্ত ৫ (পাঁচ) দাবি সমূহ বাস্তবায়ন না হলে ২৫/১২/২০২১ইং তারিখ “বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি” দুইটি বৃহত্তম সংগঠনের পক্ষ থেকে জাতীয় প্রতিনিধি সভার মাধ্যমে আন্দোলনের পরবর্তী কর্মসূচী ঘােষণা করা হবে।

সারাদেশ