রাশিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্তে যুক্তরাষ্ট্র

রাশিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্তে যুক্তরাষ্ট্র

মহামারি প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান। কিন্ত এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ কোটি ৮৩ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ লাখ ৭৪ হাজার। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ কোটি ৩৮ লাখের বেশি মানুষ।

করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৮৩ লাখ ৬৯ হাজার ৬৬ জন। মারা গেছেন ৫১ লাখ ৭৪ হাজার ১৮২ জন। সুস্থ হয়েছেন ২৩ কোটি ৩৮ লাখ ২৮ হাজার ৩০৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার ২২৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৭ লাখ ৯৪ হাজার ৮০০ জন।

ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৯৬৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৯১১ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ৫৪৭ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ৮৪২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ২০ লাখ ১৯ হাজার ৮৭০ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ১২ লাখ ৩০ হাজার ৩৫৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওই তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৫৫ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর

আন্তর্জাতিক