আকতারুজ্জামান ভিসি, প্রো-ভিসি আর ট্রেজারার ছাড়াই চলছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক প্রতিবেদনে এমনটাই দেখা গেছে। অভিযোগের শেষ নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। নিয়ম-নীতি মেনে চলতে তাদের বড়ই অনীহা। অনুমোদনহীন শাখা ক্যাম্পাস পরিচালনা, স্থায়ী ক্যাম্পাসে যেতে অনীহা, এক প্রোগ্রামের অনুমোদন নিয়ে অবৈধভাবে অন্য প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি, ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব, সার্টিফিকেট বাণিজ্যসহ দেদার অভিযোগ আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে। বছরের পর বছর আর্থিক প্রতিবেদন জমা না দেওয়া তাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে।