চলতি ২০২১-২২ কর বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার। শেষ সময়ে এসে কর অঞ্চলগুলোতে করদাতাদের ভিড় জমে উঠেছে।
সোমবার রাজধানীর কয়েকটি কর অঞ্চল ঘুরে দেখা গেছে, রিটার্ন গ্রহণের লক্ষ্যে স্থাপন করা প্রতিটি বুথেই করদাতাদের উপচেপড়া ভিড়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার পর্যন্ত বিশেষ বিবেচনায় সময় বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। ফলে বিশেষ বিবেচনায় সময় না বাড়ালে আজই জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। এরপরও রিটার্ন দাখিলের সুযোগ থাকবে। তবে সেজন্য নিজ নিজ কর সার্কেলে আবেদন করে সময় নিতে হবে করদাতাদের। পাশাপাশি গুনতে হবে জরিমানা।
এ বিষয়ে এনবিআরের সদস্য (আয়কর নীতি) আলমগীর হোসেন সমকালকে বলেন, রিটার্ন দাখিলের সময় বাড়ানোর কোনো পরিকল্পনা এখন পর্যন্ত এনবিআরের নেই। সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। ফলে সময় বাড়ানোর প্রয়োজনও নেই।
সাধারণত ১ জুলাই থেকে আগের আয় বছরের রিটার্ন দাখিল শুরু হয়। চলে জাতীয় আয়কর দিবস ৩০ নভেম্বর