একাব্বরের আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এমপির স্ত্রীসহ ৯ নেতা

একাব্বরের আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এমপির স্ত্রীসহ ৯ নেতা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শূন্য ঘোষিত টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন, ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। আগামী ১৬ জানুয়ারি ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে এই আসনটিতে।

এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ৯ প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন বলে দলীয় সুত্রে জানা গেছে।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজীব, সৈয়দ ওয়াহিদ ইকবাল, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য খন্দকার এ. হাফিজ, কার্যকরী সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও প্রয়াত একাব্বর হোসেন এমপি’র সহধর্মিণী ঝর্ণা হোসেন, এমপি পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্ত, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের চেয়ারম্যান খ. বিপ্লব মাহমুদ উজ্জ্বল, ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই (সানি)।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর, যাচাই-বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ও প্রতীক বরাদ্দ ২৮ ডিসেম্বর। প্রসঙ্গত, টানা চারবারের সাংসদ এমপি একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর থেকেই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ সারাদেশ