সেনাবাহিনীর জন্য হালকা এবং পরিবেশবান্ধব নতুন ইউনিফর্ম আনছে ভারত। আগামী বছর দেশটির সেনাসদস্যরা নতুন ওই ইউনিফর্ম পাবেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
নতুন ‘ক্যামোফ্লেজ ইউনিফর্ম’ একটি ‘ডিজিটাল ডিসরাপ্টিভ’ প্যাটার্নের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। আগামী বছরের ১৫ জানুয়ারি আর্মি ডে প্যারেডে নতুন ইউনিফর্ম প্রদর্শন করা হবে বলে এ ব্যাপারে সংশ্লিষ্ট একজন সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন।
ওই কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বিভিন্ন দেশের সামরিক পোশাক নিয়ে বিস্তারিত আলোচনা এবং বিশ্লেষণের পর সেনাবাহিনীর জন্য নতুন ক্যামবাট ইউনিফর্ম চূড়ান্ত করা হয়েছে।
নতুন ইউনিফর্মগুলো অনেক টেকসই এবং শীত ও গরম দুই আবহাওয়ার জন্যই উপযোগী বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
জলপাই এবং মাটি রঙের মিশ্রনে তৈরি ওই ইউনিফর্ম সৈন্যরা যেসব আবহাওয়ায় কাজ করবেন তা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
গত বছর ভারতীয় নৌবাহিনীর জন্যও চালু করা হয় নতুন ক্যামোফ্লেজ ইউনিফর্ম।