ভেঙে ফেলা হবে মেসির ৩০০ কোটি টাকার হোটেল

ভেঙে ফেলা হবে মেসির ৩০০ কোটি টাকার হোটেল

সপ্তম ব্যালন ডি’অর জয়ের পর লিওনেল মেসির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ব্যালন ডি’অর জয়ের পরপরই অসুস্থ হয়ে পড়েন। এদিকে পিএসজ‘র হয়ে মাঠে নেমে ফিরতে পারেননি স্বরূপে। আর এরই মধ্যে শুনতে হল আরো বড় দুঃসংবাদ। স্পেনের কাতালুনিয়া শহরে থাকা তার ২৬ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকা) হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন বার্সেলোনা আদালত। খবর দ্য সান।

হোটেলটির নাম ‘মিম সিটগেস’। ৭৭ বেডরুমের ওই হোটেলটি শহরের নির্মাণবিধি অনুযায়ী নির্মাণ হয়নি জানিয়ে এই নির্দেশ দেন দেশটির আদালত।

স্পেনের দৈনিক এল কনফিডেনশিয়াল জানিয়েছে, তবে হোটেলটি এখনই ভাঙা হবে না। নির্দেশটি এখনও মুলতবি আছে। তবে এমন নির্দেশনার বিষয়ে মেসির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

উল্লেখ্য, ২০১৭ সালে মেসির ৩০০ কোটি টাকা বিনিয়োগে সমুদ্র থেকে ১০০ ফুট দূরে ‘মিম সিটগেসে’ হোটেলটি নির্মিত হয়।

খেলাধূলা