ফোনালাপ ফাঁস দুশ্চিন্তায় মন্ত্রী–সাংসদ ও নেতাদের অনেকে মুরাদ হাসানের মতো ভবিষ্যতে নিজেদের ব্যক্তিগত ফোনালাপও ফাঁস হয়ে পড়ে কি না—এই নিয়ে চিন্তিত মন্ত্রী, সাংসদ ও নেতাদের অনেকে।

ফোনালাপ ফাঁস দুশ্চিন্তায় মন্ত্রী–সাংসদ ও নেতাদের অনেকে মুরাদ হাসানের মতো ভবিষ্যতে নিজেদের ব্যক্তিগত ফোনালাপও ফাঁস হয়ে পড়ে কি না—এই নিয়ে চিন্তিত মন্ত্রী, সাংসদ ও নেতাদের অনেকে।

আনোয়ার হোসেন

মুরাদ হাসানের এই পরিণতি যে অনিবার্য, এ বিষয়ে সরকার ও আওয়ামী লীগ নেতাদের প্রায় সবাই একমত। ব্যক্তিগত আলাপচারিতায়ও মুরাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন না কেউ। তবে একজন চিত্রনায়িকার সঙ্গে তাঁর দুই বছর আগের ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনার পর মন্ত্রিসভার সদস্য, সাংসদ ও সরকারি দলের অনেকে দুশ্চিন্তায় পড়েছেন।

সরকারি দলের একাধিক মন্ত্রী, সাংসদ এবং বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এই দুশ্চিন্তার কথা জানা গেছে। তাঁদের অনেকে মনে করছেন, সাম্প্রতিক সময়ে মুরাদ হাসান প্রকাশ্যে চরম অশালীন ও কুরুচিপূর্ণ যেসব বক্তব্য দিয়েছেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেটা যথেষ্ট ছিল। এর মধ্যে একজন চিত্রনায়িকার সঙ্গে তাঁর ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনাকে আচমকা এবং তা সরকারের নীতিনির্ধারক মহলের অজান্তে হয়েছে বলেই নেতাদের অনেকে মনে করছেন। ফলে ভবিষ্যতে মন্ত্রী, সাংসদ ও গুরুত্বপূর্ণ নেতাদের ব্যক্তিগত বিষয় বা ফোনালাপও এখন ফাঁস হয়ে পড়ে কি না—এই দুশ্চিন্তা অনেকের মধ্যে কাজ করছে।বিস্তারিত

রাজনীতি