বনানীতে মাইক্রোর ধাক্কায় ৫ অটোরিকশা আরোহী আহত

বনানীতে মাইক্রোর ধাক্কায় ৫ অটোরিকশা আরোহী আহত

রাজধানীর বনানীর নেভী এয়ার ফোর্স হেডকোয়ার্টার্স এর সামনে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভর্তি দেয়া হয়।
আহতরা হলেন- মো. আল-আমিন (৫০), মো. দুলাল (৩৫), মো. হাবিব (৩০), মোঃ রাসেল (৩৫) ও মো. বেলাল(৩০)।

আহতদের নিয়ে আসা মো. শাহ আলম জানান, আমরা সবাই ডেকোরেটরের কাজ করি। রামপুরা থেকে সিএনজিযোগে বনানীতে যাওয়া মাত্রই একটি মাইক্রোবাস সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে আমরা সবাই মাটিতে লুটিয়ে পড়ি। পরে আহত অবস্থায় প্রথমে একটি স্থানীয় হাসপাতাল পরে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, আহত সবার বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার খোকশাবাড়ী গ্রামে। বর্তমানে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় আব্দুর রশিদের বাড়িতে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বনানী থেকে সড়ক দুর্ঘটনায় পাঁচজন ঢামেকে এসেছে। তাদের মধ্যে চারজনকে ঢামেকে ভর্তি দেয়া হয়েছে।

একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এদের সবার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

শীর্ষ সংবাদ