পৌষে জেঁকে বসবে শীত আজ থেকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে

পৌষে জেঁকে বসবে শীত আজ থেকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে

নিজস্ব প্রতিবেদক

দুদিন বাদেই শুরু হচ্ছে পৌষ মাস। শহরগুলোতে শীতের মাত্রা তুলনামূলক কম হলেও এরই মধ্যে হাড় কাঁপাচ্ছে গ্রামে। আজ থেকে দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আমাদের সময়কে বলেন, ‘আজ (রবিবার) থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রাও কমতে পারে। বুধবার থেকে দেশের বেশ কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বিরাজ করবে।’ আগামী ২০ ডিসেম্বরের দিকে রাজধানীতে শীত বাড়বে বলে জানান তিনি। তবে আজ সোমবার থেকেই রংপুর, রাজশাহী, যশোর ও শ্রীমঙ্গল অঞ্চলে শৈত্যপ্রবাহ বিরাজ করবে।

এদিকে আমাদের তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়াতেই বিরাজ করছে। গেল নভেম্বরে তাপমাত্রা নেমেছিল ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গতকাল সে রেকর্ড ভেঙে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পঞ্চগড় অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় এ সময়টিতে প্রচ- শীত অনুভব হয়। বিকাল থেকেই

এ সময় ঠা-া বাতাস বইতে শুরু করে। দিনে সূর্যের আলোয় উষ্ণতা ছড়ালেও শীতের চাদরে ঢাকে পড়ন্ত সন্ধ্যা। রাত গভীর হলে বাড়তে থাকে শীতের মাত্রা।

উপজেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আগের তুলনায় শীত বেড়েছে। নভেম্বরের বেশিরভাগ ও ডিসেম্বর শুরু থেকেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। তবে তা ছিল ১০-এর ওপরে। রবিবার সকাল ৯টায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

সারাদেশ