বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগ শুরু হচ্ছে আজ

বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগ শুরু হচ্ছে আজ

বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসর (২০২১-২২) মৌসুমের খেলা শুরু হতে যাচ্ছে আজ।

রবিবার (১২ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট আসর।

করোনা মহামারির কারণে বিসিএলের গত ২০২০-২১ মৌসুমের খেলা আয়োজন করা যায়নি। এবার অন্তত তিনটি ভেন্যুতে হবে ২০২১-২২ মৌসুমের খেলা। টুর্নামেন্টে অংশ নেওয়া চারটি দল বিসিবি সাউথ জোন, ইসলামি ব্যাংক ইস্ট জোন, ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন।

জানাযায়, সিঙ্গেল লিগ পদ্বতিতে হওয়া এবারের আসরের দলগুলো একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। লিগ পর্বে চারদিনের লড়াই হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে খেলবে আগামী দুই জানুয়ারি থেকে, ম্যাচটি হবে পাঁচ দিনের।

বাংলাদেশ ক্রিকেট লিগের এবারের আসরের সূচি:

১২-১৫ ডিসেম্ববর ২০২১

বিসিবি সাউথ জোন বনাম ইসলামি ব্যাংক ইস্ট জোন (রাজশাহী) ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম বিসিবি নর্থ জোন (চট্টগ্রাম)

১৯-১৫ ডিসেম্ববর ২০২১

বিসিবি সাউথ জোন বনামও বিসিবি নর্থ জোন (চট্টগ্রাম) ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম ইসলামি ব্যাংক ইস্ট জোন (ঢাকা)

২৬-২৯ ডিসেম্ববর ২০২১

বিসিবি সাউথ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন (চট্টগ্রাম) বিসিবি নর্থ জোন ও ইসলামি ব্যাংক ইস্ট জোন (রাজশাহী অথবা বগুড়া)।

২-৬ জানুয়ারি ২০২২

ফাইনাল (মিরপুর)

এক নজরে বিসিএলের চার দল:

বিসিবি সাউথ জোন-

রিটেইন্ড- ফজলে মাহমুদ রাব্বি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, ফরহাদ রেজা, নাসুম আহমেদ।

পিকড- অমিত হাসান, তৌহিদ হৃদয়, পিনাক ঘোষ, জাকির হাসান, মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম, সুমন খান, এনামুল হক জুনিয়র, সালাউদ্দিন শাকিল, মাইশুকুর রহমান, জাহিদ জাবেদ, জিয়াউর রহমান, শামসুল ইসলাম অনিক, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ।

ইসলামী ব্যাংক ইস্ট জোন-

রিটেইন্ড- তামিম ইকবাল, মুমিনুল হক, ইমরুল কায়েস, নাইম হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি।

পিকড- মোহাম্মদ নাইম শেখ, তানভীর ইসলাম, শাহাদত হোসেন দিপু, ইরফান শুক্কুর, মোহাম্মদ এনামুল হক, রনি তালুকদার, রুয়েল মিয়া, মোহাম্মদ ইফরান হোসেন, সোহরাওয়ার্দি শুভ, আলাউদ্দিন বাবু, প্রীতম কুমার, রুবেল হোসেন, মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল হাসান, আসাদুজ্জামান পায়েল, নাদিফ চৌধুরী, মুশফিকুর রহিম ও রেজাউর রহমান রাজা।

ওয়ালটন সেন্ট্রাল জোন-

রিটেইন্ড- শুভাগত হোম চৌধুরী, তাইবুর রহমান পারভেজ, আব্দুল মজিদ, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, মুকিদুল ইসলাম মুগ্ধ।

পিকড- মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মুরাদ, রবিউল হক, মিজানুর রহমান, জহুরুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, সালমান হোসেন ইমন, আবু হায়দার রনি, মনির হোসেন, মুনিম শাহরিয়ার, আল আমিন জুনিয়র, মোহাম্মদ নিঠুন, নাজমুল ইসলাম অপু, আব্দুল হালিম, রাকিবুল হাসান নয়ন, মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত।

বিসিবি নর্থ জোন-

রিটেইন্ড- আরিফুল হক, নাইম ইসলাম, সানজামুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানবীর হায়দার খান।

পিকড- তানজিদ হাসান তামিম, সৈয়দ খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, শফিকুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ শরিফউল্লাহ, মার্শাল আইয়ুব, আমিনুল ইসলাম বিপ্লব, আকবর আলি, নোমান চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, জুনায়েদ সিদ্দিকী, ইমরানুজ্জামান, একেএস স্বাধীন, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ।

খেলাধূলা