লেবাননে ৪ হামাস নেতাকে গুলি করে হত্যা

লেবাননে ৪ হামাস নেতাকে গুলি করে হত্যা

লেবাননে ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে বন্দুকধারীদের গুলিবর্ষণে চার হামাস নেতা নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে ওই ফিলিস্তিনি শরণার্থী শিবিরে রবিবার একটি জানাজার সময় বন্দুকধারীরা ওই হামলা করে।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের সদস্যরা ওই বুর্জ শেমালি শরণার্থী শিবিরে হামলায় জড়িত।

শরণার্থী শিবিরটির একটি মসজিদে এক হামাস সদস্যের জানাজার সময় রবিবার ওই বর্বরোচিত হামলা হয়। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত ফাতাহ বা লেবানন সরকার কোনো বিবৃতি বা বক্তব্য দেয়নি।

আন্তর্জাতিক