রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট

রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট

আগামীকাল দেশব্যাপী পালিত হবে মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর)। শুক্র ও শনিবার সরকারি বন্ধ। সে হিসেবে আজ বুধবার সপ্তাহের শেষ কর্মদিবস। এছাড়াও আজ এইচএসসি পরীক্ষাও আছে। সবমিলে অন্যান্য দিনের তুলনায় আজ বেশি ব্যস্ত রাজধানী ঢাকা।

বুধবার (১৫ ডিসেম্বর) সরেজমিনে রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকেই যানজট দেখা গেছে। অন্যান্য দিনের তুলনায় সড়কগুলোতে গাড়ি এবং মানুষের সংখ্যা বেশি।

বাস চালকদের সঙ্গে কথা বলে রাজধানীর বিভিন্ন সড়কের যানজটের খবর পাওয়া গেছে। আজিমপুর থেকে শাহবাগ, ফার্মগেট, মহাখালী, গুলশান হয়ে উত্তর বাড্ডা পর্যন্ত আসা দেওয়ান বাসের চালক হাবিবুর রহমান বলেন, শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়কে তীব্র যানজট আছে। সেইসঙ্গে বিজয় সরণি থেকে মহাখালী। এদিকে এসে লিংক রোড থেকে উত্তর বাড্ডা পুরো সড়ক জুড়েই যানজট।

আজমেরী বাসের চালক রকিবুল জানালেন বনানী থেকে মহাখালী পর্যন্ত তীব্র যানজটের কথা। যে কারণে গাড়ি সিগন্যালে আটকে আছে। গাড়ি চললেও তা ধীরগতিতে চলছে।

উত্তরা থেকে বিমানবন্দর সড়ক, খিলক্ষেত, কুড়িল, প্রগতি সরণি হয়ে রামপুরা ব্রিজ পর্যন্ত আসা সুভ্রাত গাড়ির যাত্রী আতিকুল বলেন, সকাল থেকে সড়কে যেমন মানুষের সংখ্যা বেশি, যানবাহনও অনেক বেশি। পুরো সড়ক জুড়েই গাড়িগুলোর ধীরগতি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের মাত্রাও বাড়ছে।

তিনি বলেন, আজ আবার এইচএসসি পরীক্ষাও আছে। যার ফলে অভিভাবকরা শিক্ষার্থীদের নিয়ে বের হচ্ছেন সঙ্গে। পরীক্ষার্থীদেরও যানজটের কবলে পড়তে হচ্ছে।

এদিকে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসছেন আজ। তিনিসহ মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধ থাকবে রাজধানীর অনেক সড়ক।

এর আগে, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যেই ১৫ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দিনই আসবেন ইন্ডিয়ান মহামান্য রাষ্ট্রপতি। ফলে তার চলাচলে ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে অনেকগুলো সড়ক বন্ধ রাখব। তাই শিক্ষার্থী ভাই-বোনদের ও অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে হাতে সময় নিয়ে বের হওয়ার জন্য।

তিনি বলেন, পরীক্ষা দিতে বের হওয়া শিক্ষার্থীরা যদি কোথাও আটকে যান তাহলে সঙ্গে সঙ্গে যেন আমাদের ৯৯৯ এ ফোন করে সহায়তা চান। পুলিশ নিজস্ব পরিবহনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। কোনো শিক্ষার্থী যেন পরীক্ষা মিস না করে। যেহেতু অনেক সড়কই বন্ধ থাকবে, তাই অনুরোধ করছি পরীক্ষার দিন সময় হাতে নিয়ে বের হবেন।

জাতীয়