উন্নয়ন-অর্জনে বিশ্বের বিস্ময় বাংলাদেশ ♦ অনুসরণ করছে অনেক দেশ ♦ সব সূচকে পেছনে পরাজিত পাকিস্তান, অনেক ক্ষেত্রে ভারত থেকে এগিয়ে ♦ সফলতার ম্যাজিক শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব

উন্নয়ন-অর্জনে বিশ্বের বিস্ময় বাংলাদেশ ♦ অনুসরণ করছে অনেক দেশ ♦ সব সূচকে পেছনে পরাজিত পাকিস্তান, অনেক ক্ষেত্রে ভারত থেকে এগিয়ে ♦ সফলতার ম্যাজিক শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব

রফিকুল ইসলাম রনি তলাবিহীন   ঝুড়ির অপবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ এখন অনেক দেশের জন্যই অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে জায়গা করে নিয়েছে বিশ্ব পরিমণ্ডলে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বনির্ভর আর স্বাবলম্বী বাংলাদেশ এক অনন্য অর্জন। স্বাধীনতার পর লজ্জা নিবারণ আর শীতের কাঁপুনি থামাতে যেখানে বিদেশ থেকে আসা খয়রাতি কম্বল মুড়ি দিয়েছিল যে জাতি, সে জাতিই আজ পুরো উন্নত বিশ্বের জন্য নামিদামি ব্র্যান্ডের কাপড় প্রস্তুত করছে। অর্জন করছে মূল্যবান বৈদেশিক মুদ্রা। যার ফলে রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫০০০ কোটি ডলারের রেকর্ড ছোঁয়ার প্রহর গুনছে। জাতিসংঘ ও বিশ্বব্যাংকের মানদণ্ড অনুযায়ী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করছে বাংলাদেশ। উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক, আইএমএফের মতে অর্থনৈতিক ভঙ্গুরতা আর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলার সূচকেও অনন্য অর্জন রয়েছে বাংলাদেশের। অর্থনৈতিক ও সামাজিক অনেক সূচকে ভারত, পাকিস্তান, ভিয়েতনামসহ পৃথিবীর বহু দেশকে পেছনে ফেলেছে বাংলাদেশ।বিস্তারিত

জাতীয়