মিরপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৬ জন কারাগারে

মিরপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৬ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানসংলগ্ন কাঁচামাল ও ফলের আড়তে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। শুনানি শেষে ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রমজান (২৮), মো. ঝন্টু (৩৫), আবু সাঈদ (২৮), আলমগীর হোসেন (৩৮), জুয়েল হাওলাদার (২৯) ও মেহেদী হাসান (২০)।
এর আগে গতকাল শনিবার ছয়জনকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক করা হয় বলে জানায় র‌্যাব। পরে শাহ আলী থানায় তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করা হয়।

আড়তদার ও র‍্যাব সূত্রে জানা যায়, সারা দেশ থেকে কাঁচামাল ও বিভিন্ন ধরনের ফল নিয়ে শতাধিক ট্রাক ও পিকআপ ওই আড়তে আসে। এসব যানবাহন থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা আড়ত থেকে কাঁচামাল ও ফল কিনে ভ্যানে তোলার পর সেগুলো আটকে আবার ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করা হয়।

শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপরাধ