আমেরিকাসহ ১০ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল ইসরায়েল

আমেরিকাসহ ১০ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল ইসরায়েল

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ প্রতিরোধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা, কানাডা ও জার্মানিসহ ১০ দেশকে লাল তালিকাভুক্ত করেছে ইসরায়েল। লাল তালিকার বাকি দেশগুলো হল- বেলজিয়াম, হাঙ্গেরি, ইতালি, মরক্কো, পর্তুগাল, সুইজারল্যান্ড ও তুরস্ক।

এছাড়াও আফ্রিকার অধিকাংশ দেশও এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে। নতুন যুক্ত হওয়া দেশগুলোর ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে মঙ্গলবার মধ্যরাত থেকে।

জানা গেছে, এরই মধ্যে ইসরায়েলে ১৭৫ জন ওমিক্রন আক্রান্ত শনাক্ত হয়েছে। এরপরই দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, তার দেশ কোভিড-১৯ ভাইরাসের পঞ্চম ঢেউয়ের মধ্যে আছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী এ সংক্রান্ত বিশেষ কমিটির পূর্বানুমতি ব্যতীত লাল তালিকাভুক্ত দেশগুলো ভ্রমণ করতে পারবে না ইসরায়েলের কোনও নাগরিক। তবে এসব দেশ থেকে ইসরায়েলি নাগরিক দেশ ফিরতে চাইলে তাকে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমনকি তারা পুরোপুরি টিকা নেওয়া থাকলেও। সূত্র: ওয়াশিংটন পোস্ট

আন্তর্জাতিক