নিজস্ব প্রতিবেদক
পৌষের রোদমাখা সকাল পেতে কার না ইচ্ছে করে। কিন্তু এখন শীত যেভাবে জেঁকে বসেছে তাতে রোদের সকাল পেতে বেলা গড়িয়ে যায়।
পৌষের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হলেও দুদিনের ব্যবধানে তা অনেকটা কেটে গেছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, মাসের শেষে আরেকটা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
গত বুধবার রাতে সিলেটসহ বেশ কিছু স্থানে বৃষ্টি হলেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কেন এই শীতের লুকোচুরি? এই প্রশ্নে আবহাওয়া অফিস কর্তৃপক্ষ জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।
অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরে এর অবস্থান। এদিকে আগামী তিন-চার দিন মাঝরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকবে। আগামী দুই-তিন দিন আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না। দেশের উত্তরাঞ্চলে দিনে ও রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আভাস