ইতালি থেকে ভারতের পাঞ্জাবে যাওয়া একটি বিমানের ১২৫ যাত্রীর কোভিড শনাক্ত হয়েছে। অমৃতসার বিমানবন্দরের পরিচালক ভিকে সেথ বলেন, যাত্রীরা বিমানবন্দরে নামার পর তাদের কোভিড শনাক্ত হয়। ওই বিমানে ১৭৯ যাত্রী ছিলেন। এ খবর দিয়েছে এনডিটিভি।
ভারতে ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। বৃহস্পতিবার দেশটিতে ৯০ হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়। এছাড়া ওমিক্রন ভ্যারিয়েন্টের ৬৫ শতাংশ বৃদ্ধি রেকর্ড হয়েছে সেখানে। পাঞ্জাবে এখন পর্যন্ত দুই জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। বিমানবন্দরে ইতালি থেকে আসা যাত্রীদের সকলকেই কোভিড পরীক্ষা করা হচ্ছে।
অনেক যাত্রীকেই প্রশ্ন তুলতে দেখা যায় যে, ইতালি থেকে নেগেটিভ ফল পাওয়ার পরেও কেনো আবারো তাদেরকে পরীক্ষা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিমানের সকল যাত্রীকেই কোয়ারেন্টিনে রাখা হবে। তবে তারা নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।