কুমিল্লার লাকসামে অটোরিকশায় বাসের ধাক্কা: নিহত বেড়ে ৪

কুমিল্লার লাকসামে অটোরিকশায় বাসের ধাক্কা: নিহত বেড়ে ৪

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক।

লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাশের লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)।

জানা যায়, ফেনীতে বাহারের চাচা শশুরের জানাজায় যাওয়ার পথে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাহার ও তার শাশুড়ি গোলাপ নাহার মারা যান। পরে কুমিল্লা নেয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়া মারা যায়।

লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির উপ-পরিদর্শক জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তার কাজ চলমান থাকায় এক পাশ দিয়েই গাড়ি চলছিল। যাত্রীবাহী একটি বিআরটিসি বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে বাসটি নোয়াখালীমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বাহার উদ্দীন নামে এক ব্যক্তি ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। আহত দুজন যাত্রীকে কুমিল্লা নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

তিনি বলেন, মরদেহ লাকসাম হাইওয়ে থানায় রয়েছে। স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর আনুষ্ঠানিকতা সেরে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাদেশ