ওয়াদা পূরণ করেছি ॥ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ

ওয়াদা পূরণ করেছি ॥ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ

  • আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
  • স্বাধীনতাবিরোধী শক্তি অগ্রযাত্রা রুখতে ষড়যন্ত্রে লিপ্ত
  • করোনার নতুন ঢেউ মোকাবেলায় আবারও স্বাস্থ্যবিধি মানার আহ্বান

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসী অতীতের মতো ভবিষ্যতেও বর্তমান সরকারের সঙ্গে থাকবেন এমন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, জনগণের সরকার হিসেবে মানুষের জীবনমান উন্নয়ন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলেই আমি মনে করি। গত ১৩ বছরে আমরা আপনাদের জন্য কী কী করেছি, তা আপনারাই মূল্যায়ন করবেন। তবে আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমরা যেসব ওয়াদা দিয়েছিলাম, আমরা তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এটা অনেকেরই সহ্য হবে না বা হচ্ছে না। দেশ-বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি, স্বাধীনতাবিরোধী শক্তি তাই নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেয়ার জন্য। মিথ্যা-বানোয়াট-কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিদেশে আমাদের উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে কোনভাবেই ব্যাহত হতে দেয়া যাবে না। প্রধানমন্ত্রী করোনার নতুন ঢেউ থেকে সতর্ক থাকার পাশাপাশি সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি পুনর্বার আহ্বান জানান।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ