পুরান ঢাকার  কাপ্তান বাজারে আগুন, নিহত ১

পুরান ঢাকার কাপ্তান বাজারে আগুন, নিহত ১

নিজস্ব প্রতিবেদক,

পুরান ঢাকার কাপ্তানবাজারে লাগা আগুনে কয়েকটি মুদি মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর পৌনে ৫টায় লাগা ওই আগুন সকাল ৮টার দিকে নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নেভানোর পর একটি মার্কেট থেকে এক ব্যক্তির পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান মো. আজাদ সমকালকে জানান, তারা শনিবার ভোর পৌনে ৫টার দিকে আগুন লাগার খবর পান। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে দোকানগুলোতে পণ্য এবং দ্রুত পুড়তে পারে- এমন সব বস্তু বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। তাছাড়া সেখানে পানির উৎসও কম ছিল। তারপরও অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা গেলেও পুরোপুরি নেভাতে কয়েক ঘণ্টা লেগে যায়।

এই কর্মকর্তা বলেন, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করতে তদন্ত কমিটি করা হবে। উদ্ধার করা মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

শীর্ষ সংবাদ