সানাউল্লাহ সাকিব
ন্যাশনাল ব্যাংকের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে সীমাতিরিক্ত ১ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার ৭৮০ ডলার খরচ করেছেন সিকদার পরিবারের ৯ সদস্য। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১১৬ কোটি টাকা। ২০১৭-২১ এই পাঁচ বছরে তাঁরা কার্ডের মাধ্যমে বিদেশে এই খরচ করেন। এ জন্য ন্যাশনাল ব্যাংকের কার্ড সেবা বন্ধের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কার্ডের মাধ্যমে এত ডলার বিদেশে চলে গেল, এটাও সম্ভব। এখনই বাংলাদেশ ব্যাংককে শক্ত পদক্ষেপ নিতে হবে। একটি ব্যাংক তো গুটিকয়েক ব্যক্তির জন্য নষ্ট হতে পারে না
সাবেক ব্যাংকার সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ
পাশাপাশি ক্রেডিট কার্ডের মাধ্যমে বিধিবহির্ভূত লেনদেন করায় ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন হক সিকদার ও সাবেক পরিচালক রিক হক সিকদারের কার্ডের হিসাব বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই খরচের (ঋণের) তথ্য গোপন করায় ইতিমধ্যে ব্যাংকটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর নিয়মের বাইরে লেনদেন করায় মতিঝিলের দিলকুশা ও পশ্চিম ধানমন্ডি শাখার এডি (বিদেশি মুদ্রার ব্যবসার) লাইসেন্স বাতিল করতে চায় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বিস্তারিত