শিহাবুল ইসলাম
খালি চোখে দেখলে ইজিবাইক পরিবেশসম্মত। কিন্তু এ দেখাটা ভুল। এই বাইকগুলোতে ব্যবহার করা ব্যাটারি মাটি, পানি, বায়ু ও মানবদেহের ক্ষতি করে। তবে ইজিবাইকগুলো দেশের লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করলেও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাধা দিচ্ছে। এগুলোকে নীতিমালার মধ্যে নিয়ে এলে নেতিবাচক দিকগুলো থেকে রেহাই পাওয়া যাবে।
সম্প্রতি সারা দেশে ব্যাটারিচালিত ৪০ লাখ ইজিবাইক বন্ধ করার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। সঙ্গে আমদানি ও ক্রয়-বিক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যার অন্যতম কারণ হলো অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার; পরিবেশ ও মানবদেহের ক্ষতি; রুট পারমিট না থাকা ও সড়কে দুর্ঘটনা সৃষ্টি করা।বিস্তারিত