মাস্ক ছাড়া বাজারে এসে গুনলেন জরিমানা

মাস্ক ছাড়া বাজারে এসে গুনলেন জরিমানা

নিজস্ব প্রতিবেদক

হার্ডওয়্যারের দোকান সুমাইয়া ট্রেডিংয়ের সামনে বসে আছেন দুজন। দোকানি ভেতরে বসা। তিনজন মিলে আড্ডা দিচ্ছেন। অথচ কারোর মুখে মাস্ক নেই। ভ্রাম্যমাণ আদালত মাস্ক নেই কেন, জানতে চাইলে তিনজনই নানা অজুহাত দেন। তাঁরা বলেন, কেউ ভাত খেয়ে এসেছেন, কারও দম আটকে আসে। এ সময় ইউসূফ আলম, মো. মজিদ ও রাজিব হাসান—এই তিনজনের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

রাজধানীর কারওয়ান বাজারের কাব্যকস সুপারমার্কেটের নিচতলায় আজ শনিবার বিকেলে স্বাস্থ্যবিধিবিষয়ক অভিযান চালানো হয়। আশপাশের এলাকায় স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, তা তদারকি করতে এ অভিযান চলে। এ সময় পথচারী, বাজারের ক্রেতা-বিক্রেতাদের অপরাধের মাত্রা বুঝে জরিমানা করা হয়। তবে অভিযান শেষে একই স্থানে গিয়ে দেখা যায়, বাজারের ক্রেতা ও বিক্রেতাদের বেশির ভাগের মুখে মাস্ক নামানো। কারও কারও মুখে মাস্কই নেই।বিস্তারিত

জাতীয়