রাজধানীর  বারিধারায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বারিধারায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বারিধারা এলাকায় একটি ভবনের দুটি তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছয়তলা ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় আসবাবের দোকান ছিল। তবে এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, আজ রোববার বিকেল ৪টা ২৪ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার প্রথম আলোকে বলেন, বারিধারার জে ব্লকের একটি ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগে। সেখানে ভিট্রা ফার্নিচার নামের আসবাবের দোকান ছিল। আগুনের খবর পাওয়ার মাত্র ছয় মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরেকটি ইউনিট গিয়ে যুক্ত হয়

শীর্ষ সংবাদ