হুমকির মুখে ব্যক্তিগত গোপনীয়তা- মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

হুমকির মুখে ব্যক্তিগত গোপনীয়তা- মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

আজ বিশ্ব ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিবস (world data privacy day) দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সকাল ১০.৩০মি:এ জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা বাড়িতে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে  সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন তিনি  বলেন,  ‘গোপনীয়তার অধিকার মৌলিক অধিকার। কিন্তু তা পদে পদে হরণ করা হচ্ছে। হুমকির মুখে ব্যক্তিগত গোপনীয়তা । ডিজিটাল নিরাপত্তা আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য প্রকাশকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।  বাংলাদেশের কোনো আইনে নাগরিকের তথ্য সুরক্ষার বিষয়ে সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ কোনো দিকনির্দেশনাই নেই। এখন সময় এসেছে তথ্য সুরক্ষা আইন প্রণয়নের।, উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, বাংলাদেশ ন্যাপ এর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুইয়া, জাতীয় নারী আন্দোলনের সভাপতি মিতা, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বাংলাদেশ মোবাইল ফোন  রিচার্জ  ব্যবসায়ী  এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু, সংগঠনের কেন্দ্রীয় নেতা শাজাহান, দপ্তর সম্পাদক জামিল, শেখ ফরিদ , জুয়েল রহমান সহ প্রমুখ। কর্মসূচি শেষে নাগরিক সচেতনতা সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

শীর্ষ সংবাদ সংগঠন সংবাদ