দিনাজপুরে একদিনের ব্যবধানে তাপমাত্রা বাড়লেও আবারও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৪ ফেব্রুয়ারি বা এর আশপাশে দিনাজপুরসহ দেশের কিছু কিছু স্থানে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরে তাপমাত্রা হ্রাস পেলে আবারও শীত বাড়তে পারে।
একটানা পাঁচদিন ধরে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে হিমেল হাওয়া আর মাঘের কনকনে শীতে ব্যাহত দিনাজপুরের জীবনযাত্রা। উত্তর-পশ্চিম দিক থেকে বইছে হিমেল হাওয়া, কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। হাড় কাঁপানো ও কনকনে শীতে ব্যাহত হয়েছে দিনমজুর, ছিন্নমূল মানুষের জীবনযাত্রা।
মঙ্গলবার দিনাজপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত সোমবার তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়লেও ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে ছিল জনপদ। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে সব ধরনের যানবাহন। বিপাকে নিম্ন আয়ের মানুষ।
বিকেলের পর থেকেই হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীত বাড়তে থাকে। মৃদু শৈত্যপ্রবাহে অব্যাহত কুয়াশা আর ঠান্ডায় সকালে এবং সন্ধ্যার পর মানুষের চলাচল কমে যায়। শীতে বিভিন্ন এলাকার ঘরে ঘরে শিশু, বৃদ্ধরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। কুয়াশায় বীজতলা রক্ষায় পলিথিন ব্যবহার করতে হচ্ছে কৃষককে।
কুয়াশায় গম, বোরো বীজতলা, আলু ও সবজি চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। তবে মঙ্গলবার সকালে তীব্র কুয়াশা থাকলেও সকাল ৯টার দিকে সূর্য দেখা গেলেও তাপমাত্রা ছিল কম। আকাশ মেঘলা থাকায় বিকেলের পর থেকে শীতের তীব্রতা বাড়তে থাকে। শহরের অনেক স্থানে রাতে ও সকালে খড়কুটো জ্বালিয়ে অনেককে শীত নিবারণ করতে দেখা যায়।
শহরের ষষ্টিতলা এলাকার নাহিদ বলেন, শীতের কারণে কাজ করতে ভালো লাগে না। হাত-পা জড়ো হয়ে আসে। আবার কাজও ঠিকমতো পাওয়া যায় না। এতো কষ্টের মধ্যে দিনযাপন করছি।
শশরা এলাকার কৃষক আলী আকবর জানান, সকালে কুয়াশা আর কনকনে শীতের কারণে জমিতে কাজে যেতে পারছি না। যদিও প্রয়োজনে গেলে তেমনভাবে কাজ করতে পারি না।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
তিনি আরও জানান, রাত থেকে তাপমাত্রা অল্প অল্প করে বৃদ্ধি পাওয়ার আভাস রয়েছে। আকাশে মেঘের উপস্থিতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে আগামী ৪ ফেব্রুয়ারি বা এর আশপাশে দিনাজপুরসহ দেশের কিছু কিছু স্থানে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর শীত আরও বাড়তে পারে।