রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনে পৌঁছেছেন। শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে স্থানীয় সময় আজ শুক্রবার বিকালে দেশটির রাজধানী বেইজিংয়ে পৌঁছান তিনি।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে চলতি বছর প্রথম বিদেশ সফরে চীনে এলেন পুতিন। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন পুতিন।
ফলে প্রায় দুই বছর ধরে বিশ্বে চলা করোনা মহামারির মধ্যে এবারই প্রথম চীনের প্রেসিডেন্ট কোনো বিশ্বনেতার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন।
আজ বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধন হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে শি জিনপিং ও পুতিন উপস্থিত থাকবেন।